চীর অপেক্ষা বদ্ধ দু চোখ আকাশের নীল ও ছিন্নভিন্ন চিত্তের ছোটাছোটি বাঁধ সাধে অভেদ্য প্রাচীর হঠাৎ চমকিত, অত:পর – মুক্ত বিহঙ্গে ডানা ঝাপটানোর ...
চীর অপেক্ষা
বদ্ধ দু চোখ
আকাশের নীল ও ছিন্নভিন্ন
চিত্তের ছোটাছোটি
বাঁধ সাধে অভেদ্য প্রাচীর
হঠাৎ চমকিত, অত:পর –
মুক্ত বিহঙ্গে ডানা ঝাপটানোর প্রতীক্ষা
নত্তল হৃদয়ে অস্ফুট বসুধায় ভ্রমনে অপেক্ষা
বর্ণীল সময়ে বিলিয়ে দেবার পানে চেতন
অতৃপ্ত আত্মার পরিতৃপ্তির লক্ষ্যে হই প্রতীক্ষমান
স্বল্প অথচ শঙ্কাতুর পরিক্রমা পেরিয়ে
কালের যাত্রা তখন প্রায় বন্দর ছুয়েছে
ঠিক তখনি, হ্যা, ঐ সময়েই,
বক্ষের কোণ থেকে ভেসে আসে
চুইয়ে পড়া বিগলিত প্রস্রবন
যেন আঁধারে ঢাকা নিশ্চুপ বর্ষন!
ওকি পিতৃস্নেহ খুঁজে নিয়েছে
নাকি আকড়ে ধরেছে ভাইয়ের বুক ভরা উদ্বেগ?
হয়তো তাইই!
নয়তো ! ওর চীর অপেক্ষা
অনন্ত মুক্তির স্বপ্নে !
সকাল ৬.১০, ১৯ শে সেপ্টেম্বর
গাজীপুর ।
COMMENTS