ফাঁসি এক একটি ফাঁসি কারো যন্ত্রনাক্লিষ্ট হৃদয়ে এক টুকরো হাসি কিছু মানুষের আজন্ম লালিত বাসনা পূরোণ আর কতেকের অগনিত ক্ষণের নকশার প্রসুণ এক ...
ফাঁসি
এক একটি ফাঁসি
কারো যন্ত্রনাক্লিষ্ট হৃদয়ে এক টুকরো হাসি
কিছু মানুষের আজন্ম লালিত বাসনা পূরোণ
আর কতেকের অগনিত ক্ষণের নকশার প্রসুণ
এক এক খানি ফাঁসি
কতিপয়ের মর্মভেদী আর্তনাদ
কতক মানুষের ভ্রাতা হারাবার যাতনা
আর আংশিক জনতার চাপা দীর্ঘশ্বাস
এক এক খানি ফাঁসি
স্থিরীকৃতদের নিকট জীবনের পরম পাওয়া
কিংবা আত্মত্যাগের অমীয় সুধা
অথবা স্বর্গযাত্রার সুনিশ্চিত নির্গমস্থল
এক এক খানি ফাঁসি
পিশাচী রুপের আজ্ঞাবহ
জল্লাদের নিকট ?…………..
রাত ০৮.০৫, ১৬ই এপ্রিল, ২০১৫
বিজয়নগর, ঢাকা ।
COMMENTS