শশী ঠিক মধ্য রজনী দিনের ক্লান্তিতা ঝেড়ে নেয়ার পূর্বক্ষণে হঠাৎ তোমায় দেখলাম চমকে উঠলাম! হলাম পুলকিত, হলাম আবেশিত, হলাম আবেলিত । যেন তুমি এল...
শশী
ঠিক মধ্য রজনী
দিনের ক্লান্তিতা ঝেড়ে নেয়ার পূর্বক্ষণে
হঠাৎ তোমায় দেখলাম
চমকে উঠলাম!
হলাম পুলকিত, হলাম আবেশিত, হলাম আবেলিত ।
যেন তুমি এলে মায়াবিনী হয়ে
এলৈ প্রেমাস্পদ হয়ে,
আমি মদির হই তোমাতে
আমি সিক্ত হই তোমাতে
আমি স্বপ্নালু চোখে দেখি
আমি বিমুগ্ধ নয়নে দৃশি,
তোমাকেই বলছি
শুনেছো “হে স্নিগ্ধ শশী”
রাত ২.১৪, ৫ই জুন, ২০১৫
বিজয়নগর, ঢাকা ।
COMMENTS