নিশ্চেতন স্নিগ্ধ সকাল কিংবা নিরস দুপুর বিজন সন্ধ্যা নয়তো ঘোর লাগা রাত্রি নিরবতা ছেয়ে চুতুর্দিক চারপাশ ছেয়ে থাকে বিষন্নতায় । প্রভাতের আ...
নিশ্চেতন
স্নিগ্ধ সকাল কিংবা নিরস দুপুর
বিজন সন্ধ্যা নয়তো ঘোর লাগা রাত্রি
নিরবতা ছেয়ে চুতুর্দিক
চারপাশ ছেয়ে থাকে বিষন্নতায় ।
প্রভাতের আজান ধ্বনি
দুপুরের ক্লান্ত চড়ুইর ডাক
সন্ধ্যার জাগতিক কোলাহল
নতুবা রাত জাগা পেঁচার ভুতুড়ে ডাক
নির্জীব হৃদয়ের তন্ত্রীতে নিয়ে চলে আমায়
নি:স্তবতার মাঝে টুকরো শব্দ
যেন সুরের বাঁশরী বাজায়
সেই নি:স্তব্দতা, ভেসে আনা স্বণ লহরী
আর হৃদমাল্যে মজে থাকা
কাটছে জীবন
এভাবেই নিশ্চেতন !
দুপুর ১২.৫৫, ১১ই মে ২০১৫,
বিজয়নগর, ঢাকা ।
COMMENTS