ক্রন্দন পৃথিবীর আর্তনাদ কানে বাজে যেন আকাশের কান্না শ্রুত হয় দিবা লোক কেঁদে গুমড়ে মরে নিশিথের আহাজারী ক্লান্তিহীন ঝরে পড়ে যুগগুলো বেদনায়...
ক্রন্দন
পৃথিবীর আর্তনাদ কানে বাজে
যেন আকাশের কান্না শ্রুত হয়
দিবা লোক কেঁদে গুমড়ে মরে
নিশিথের আহাজারী ক্লান্তিহীন ঝরে পড়ে
যুগগুলো বেদনায় হাতড়ে মরে
শতাব্দীর থোকও অশ্রু ঝড়ায় নিরবে
আমি চুপশে যাই অক্ষম পতির ন্যায়
আমি তৃষ্ণার্ত হই পথহারা পথিকের মত
আমি নিস্তব্দ হই নিশ্চল উপল যেমন
আমি ব্যাকুল হই, হই দলিত মথিত
আচমকা আমি হেসে উঠি
পুলকিত হয় চিত্ত
পৃথিবীকে সুধাই আমি
তোমরা দু:খী, তাই বলে কী আমি সুখি হবো না ?………
দুপুর ২.২৪, ১৪ই মে, ২০১৫
বিজয়নগর, ঢাকা ।
COMMENTS